৪৫৬. চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 27

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেছেন, “তোমাদের কেউ যখন শেষ (রাকাতের) তাশাহুদ পাঠ সম্পন্ন করে, তখন সে যেন চারটি বিষয়ে আল্লাহ্‌র কাছে আশ্রয় চায়; (বিষয় চারটি হলো) কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, জীবন ও মৃত্যুর পরীক্ষা এবং (ভণ্ড) ত্রাণকর্তা দাজ্জালের অনিষ্ট।”

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৯৮৩

সেটিংস

বর্তমান ভাষা