৪৫৩. কেউ আপনার ক্ষমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করলে
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত, তাঁর সামনে গিয়ে বলি, হে আল্লাহ্র রাসূল -
غَفَرَ اللَّهُ لَكَ
গাফারাল্লাহু লাক
আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন!
এর জবাবে নবী (ﷺ) বলেন -
وَلَكَ
ওয়া লাক
(আল্লাহ্) তোমাকেও (ক্ষমা করুন)! [১]
এ কথা শুনে লোকজন বলে ওঠে, “আল্লাহ্র রাসূল (ﷺ) তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন?” তিনি বলেন, “হ্যাঁ! তোমাদের জন্যও।” এরপর তিনি এ আয়াত পাঠ করেন। [২]
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
“নিজের ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করো; এবং মুমিন নারী ও পুরুষদের জন্যও।” (সূরা মুহাম্মাদ ৪৭:১৯)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
চারটি বিষয় থেকে আশ্রয় চাওয়া
দাজ্জাল থেকে নিরাপদ থাকার জন্য
কেউ যদি বলে, ‘আল্লাহ্ আপনার উপর বরকত দিন’, তার জন্য দোয়া
কোনও কিছু কুলক্ষুণে মনে হলে
আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশে কেউ আপনাকে পছন্দ করলে
কাউকে কটু কথা বলে থাকলে, তার জন্য দোয়া
কেউ আপনার জন্য ভালো কাজ করলে
কাউকে হাসিখুশি দেখলে
নিজের প্রশংসা শুনলে, যা বলা উচিত
অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে