৪৫১. অপর মুসলিমের প্রশংসা করতে চাইলে যা বলবে

নবী (ﷺ) বলেন, “তোমাদের কারও যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয়, তা হলে সে যেন বলে -

أَحْسِبُ فُلَانًا وَاللَّهُ حَسِيبُهُ وَلَا أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا

আহ্‌সিবু ফুলা-নান্‌ ওয়াল্লা-হু হাসি‘বুহু ওয়ালা উযাক্কি আলাল্লা-হি আহাদান আহ্‌সিবুহু কাযা ওয়া-কাযা

অনুবাদ

অমুক সম্পর্কে আমার ধারণা এরকম, অবশ্য তার সম্পর্কে আল্লাহ্‌ই ভালো জানেন; আল্লাহ্‌র সিদ্ধান্ত ডিঙিয়ে আমি কাউকে পরিচ্ছন্ন ঘোষণা করছি না, তার সম্পর্কে আমার ধারণা হলো এরকম এরকম।

আর এটিও কেবল তখনই বলবে, যখন ওই ব্যক্তির মধ্যে এ গুণ আছে মর্মে তার কাছে স্পষ্ট জ্ঞান থাকবে।

রেফারেন্সবুখারীঃ ২৬৬২

সেটিংস

বর্তমান ভাষা