৪৩৩. বিপদ-কষ্টে নিপতিত ব্যক্তির দোয়া
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اَللَّهُمَّ أْجُرْنِيْ فِي مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জি'উন। আল্লা-হুম্মাঅ্ জুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরান মিনহা-
নিশ্চয় আমরা আল্লাহ্র জন্য এবং নিশ্চয় তাঁর কাছেই আমরা ফিরে যাবো। হে আল্লাহ্ আপনি আমাকে এ বিপদ মুসিবতের পুরস্কার প্রদান করুন এবং আমাকে এর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু প্রদান করুন।
উম্মুল মু'মিনীন উম্মু সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কোনো মুসলিম বিপদগ্রস্ত হয়ে এ কথাগুলো বলে তাহলে আল্লাহ্ তাকে অবশ্যই উক্ত ক্ষতির পরিবর্তে উত্তম বিষয় দান করে ক্ষতিপূরণ করে দিবেন। উম্মু সালামাহ বলেন, আমার স্বামী আবু সালামাহর মৃত্যুর পরে আমি চিন্তা করলাম, আবু সালামার চেয়ে আর কে ভালো হতে পারে! তারপরও আমি এ কথাগুলো বললাম। তখন আল্লাহ্ আমাকে আবু সালামার পরে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে স্বামী হিসাবে প্রদান করেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যালেমের বিরুদ্ধে দোয়া
বাচ্চাদের জন্য নিরাপত্তা চাওয়ার দোয়া
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১
ঋণ পরিশোধের দোয়া #১
কারো ক্ষতির আশঙ্কা করলে আত্মরক্ষার দোয়া
বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়া
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১
জুলুমের আশঙ্কা দেখা দিলে
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩
যুদ্ধে যাওয়ার দোয়া
দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #২