৪৩৯. দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৩

যুদ্ধের সময় আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ أَنْتَ عَضُدِي، وَأَنْتَ نَصِيرِي، بِكَ أَحُولُ وَبِكَ أَصُولُ، وَبِكَ أُقَاتِلُ

আল্লা-হুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু

অনুবাদ

হে আল্লাহ্‌! তুমিই আমার শক্তি, তুমিই আমার সাহায্যকারী; তোমার মাধ্যমে আমি প্রতিরোধ গড়ে তুলি, আর তোমার শক্তিতে আমি আক্রমণ ও লড়াই করি।

রেফারেন্সহাসান গরীব। আবু দাউদঃ ২৬৩২

সেটিংস

বর্তমান ভাষা