৩৫৭. মসজিদে প্রবেশকালে শয়তান থেকে আশ্রয় চাওয়া #১

মসজিদে প্রবেশকালে বলবে -

أَعُوْذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

আ‘উযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বি ওয়াজ্‌হিহিল কারীম, ওয়া সুলতা-নিহিল ক্বাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

আমি মহান আল্লাহ্‌র নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি (আল্লাহ্‌) সর্বদা রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী।

‘উক্ববাহ্ (রাঃ) বললেন, কেউ এ দু’আ পাঠ করলে শয়তান বলে, এ লোকটি আমার (অনিষ্ট ও কুমন্ত্রণা) থেকে সারা দিনের জন্য বেঁচে গেল।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৪৬৬

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা