৮৭১. রুকূর দোয়া সমূহ #৯
اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، أَنْتَ رَبِّي، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي وَمَا اِسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
রুকূর দোয়া সমূহ #৯ উচ্চারণ
আল্লাহুম্মা লাকা রাকা’তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু, আনতা রাব্বি খাশা’আ লাকা সাম’ই ওয়া বাসারী ওয়া মুখখী ওয়া ‘আযমী ওয়া ‘আসাবি ওয়া মা ইসতাক্বাল্লাত বিহি ক্বাদামী লিল্লাহি রাব্বিল ‘আলামিন
রুকূর দোয়া সমূহ #৯ অনুবাদ
হে আল্লাহ আমি আপনার প্রতি রুকু করেছি, ঈমান এনেছি, আত্মসমর্পন করেছি। আপনি আমার রব্ব, আমার কর্ণ-চক্ষু, মস্তিস্ক, আমার হাড়, রগ-মেরুদণ্ড এবং আমার পা, যা বহন করছে (অর্থাৎ আমার অস্তিত্ব) সবই আল্লাহ রাব্দুল আলামিনের সামনে অবনমিত হয়েছে।
রেফারেন্সসহিহ (আল-আইনি)। নুখাবুল আফকার ৪/২৪৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দোয়া মাসূরা #৭সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়ারুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৪দোয়া মাসূরা #১৪সানার দোয়া #৮দোয়া মাসূরা #৫সালাম ফিরানোর পরের দোয়া #২তাশাহুদ #১সিজদায় বেশী বেশী দোয়া করাসালাতের পরের দোয়া #২সানার দোয়া #৪তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”