১১৯. সূরা ইখলাস
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লাহুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
(১) বল, তিনিই আল্লাহ্, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাস ১১২ঃ ১-৪)
নবীজী (ﷺ) তাঁর সাহাবীগণকে বললেন: তোমরা কি পারবে না রাতে কুরআনের এক-তৃতীয়াংশ তিলাওয়াত করতে? বিষয়টি তাদের কাছে কষ্টকর মনে হলো। তাঁরা বললেন: হে আল্লাহ্র রাসূল (ﷺ), আমাদের মধ্যে কে-ই বা তা পারবে? তখন তিনি বলেন: "ক্বুল হুআল্লাহু আহাদ" সূরাটি কুরআনের এক তৃতীয়াংশ।