৯৩৬. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১
নবী (ﷺ) ফজরের সালাতে সালাম ফেরানোর পর বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوْبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া-হিদুল আহাদুস্ সমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম
হে আল্লাহ্! আমি তোমার কাছে চাই, হে আল্লাহ্! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।
তার দোয়া শুনে আল্লাহ্র রাসূল (ﷺ) তিনবার বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি
হাদীসে তাওবার কথা #৩
কুরআনে তাওবার কথা #২
ক্ষমা অনুগত ও আমল কবুলের প্রার্থনা
তাওবা'র সালাত
ক্ষমা প্রার্থনা #২
ঈমানের স্বীকৃতি ও ক্ষমা প্রার্থনা
দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়া
ক্ষমা, রিযিক ও সুস্থ জীবন লাভের দোয়া
ক্ষমা, সুস্থতা এবং সর্বদিকের বিপদাপদ থেকে আশ্রয় চাওয়া
গোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
সাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)