৯৩৬. ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 21

নবী (ﷺ) ফজরের সালাতে সালাম ফেরানোর পর বলতেন -

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ أَنْ تَغْفِرَ لِي ذُنُوْبِيْ، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ইয়া- আল্লা-হু বিআন্নাকাল ওয়া-হিদুল আহাদুস্ সমাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ূলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফূওয়ান আহাদ, আন্ তাগফিরালী যুনূবী, ইন্নাকা আনতাল গাফূরুর রহীম

ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #১ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে চাই, হে আল্লাহ্‌! তুমি এক, একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারও থেকে জন্ম নেননি এবং যার সমকক্ষ কেউ নেই; তুমি আমাকে ক্ষমা করে দাও, একমাত্র তুমিই ক্ষমাশীল, দয়ালু।

তার দোয়া শুনে আল্লাহ্‌র রাসূল (ﷺ) তিনবার বলেন, তাকে মাফ করে দেওয়া হয়েছে।

রেফারেন্সসহীহ। আন-নাসায়ীঃ ১৩০১

সেটিংস

বর্তমান ভাষা