৯৩২. গুনাহ মাফ চাওয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 21

আল্লাহ্‌র কাছে গুনাহের জন্য মাফ চাওয়া উচিত, কারণ বান্দা তার রবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চাইতে পারে তা হলো তার গোনাহের জন্য ক্ষমা অথবা এর অনিবার্য পরিণতি, যেমন জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশ। গোনাহের ব্যাপারে বান্দা তার রবের কাছে ক্ষমাপ্রার্থনার মুখাপেক্ষী, কারণ সে দিন-রাত ভুল করে আর আল্লাহ্‌ই পারেন সকল গোনাহ ক্ষমা করতে। রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কখনো কখনো আমার হৃদয়ের উপরও আবরণ পড়ে। তাই আমি দৈনিক একশো বার ক্ষমা চাই।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ১৫১৫

সেটিংস

বর্তমান ভাষা