৩৮১. মাসনূন ইসতিগফার #৫

Daily DuasProtectionIslamic PrayerCategory 21

মাসনূন ইসতিগফার #৫ আরবি

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ السَّمَوَاتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ

মাসনূন ইসতিগফার #৫ উচ্চারণ

লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ‘হালিমুল কারিম, লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আলিইয়্যুল ‘আযীম্ সুবহা-নাল্লা-হি রাব্বিস সামাওয়া-তিস সাব’ঈ ওয়া রাব্বিল ‘আরশিল ‘আযীম, আল’হামদু লিল্লা-হি রাব্বিল ‘আ-লামিন

মাসনূন ইসতিগফার #৫ অনুবাদ

মহা ধৈর্যশীল মহাসম্মানিত আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা’বুদ নেই, মহা মর্যাদাবান সুউচ্চ আল্লাহ্‌ ছাড়া সত্য কোন মা’বুদ নেই। সাত আসমানের রব্ব ও মর্যাদাময় আরশের রব্বের পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ্‌র জন্যই সকল প্রশংসা যিনি জগতসমূহের রব্ব।

‘আলী বিন আবি ত্বালিব (রাঃ) থেকে বর্ণিত, আমি কি তোমাকে শিখিয়ে দিবো না এমন কিছু বাক্যসমূহ যেগুলো তুমি বললে তোমাকে ক্ষমা করে দেয়া হবে যদিও তুমি ক্ষমা প্রাপ্ত। (এরপর তিনি উপরে উল্লেখিত বাক্যগুলো উল্লেখ করেন)

রেফারেন্সসনদ সহিহ (আহমাদ শাকির)। মুসনাদ আহমাদ ২/৩৯

সেটিংস

বর্তমান ভাষা