৮১১. মহামারী ও রোগব্যাধি #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 40

মহামারী ও রোগব্যাধি #২ আরবি

اَللَّهُمَّ حْفَظْنِي بِالْإِسْلَامِ قَائِمًا وَاحْفَظْنِي بِالْإِسْلَامِ قَاعِدًا وَحْفَظْنِي بِالْإِسْلَامِ رَاقِدًا وَلَا تُشْمِتْ بِي عَدُوًّا وَلَا حَسِدًا، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ كُلِّ خَيْرٍ خَزَائِنُهُ بِيَدِكَ وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ شَرٍّ خَزَائِنُهُ بِيَدِكَ

মহামারী ও রোগব্যাধি #২ উচ্চারণ

আল্লা-হুম্মা'হ্‌ ফায্‌নী বিল্ ইস্‌লা-মি ক্বা-য়িমান্‌ ওয়া’হ্‌ফায্‌নী বিল্‌ ইসলা-মি ক্বা-’য়িদান্‌, ওয়া’হ্‌ফায্‌নী বিল ইসলা-মি রা-ক্কিদান, ওয়ালা- তুশ্‌মিত্‌ বী ‘আদুওয়ান্ ওয়ালা- ‘হা-সিদান। আল্লা-হুম্মা, ইন্নী আস্‌আলুকা মিন্‌ কুল্লি ‘খাইরিন্‌ খাঝা-য়িনুহূ বিইয়াদিক, ওয়া আ‘উযু বিকা মিন কুল্লি শা্ররিন খাঝা-য়িনুহূ বিইয়াদিক

মহামারী ও রোগব্যাধি #২ অনুবাদ

হে আল্লাহ্‌, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় দাঁড়ানো অবস্থায়, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় বসা অবস্থায়, আমাকে হিফাযত করুন ইসলামের ওসিলায় শোয়া অবস্থায়। আমাকে আপনি এমন অবস্থায় ফেলবেন না যে শত্রুরা আমার দুরবস্থায় খুশি হয়। আমি আপনার নিকট চাচ্ছি সকল কল্যাণ যা আপনার ভাণ্ডারে বিদ্যমান এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করছি সকল অকল্যাণ থেকে যা আপনার ভাণ্ডারে বিদ্যমান।

রেফারেন্সহাসান। সিলসিলাতুল সহীহাঃ ১৫৪০

সেটিংস

বর্তমান ভাষা