৮০৩. বরকতময় মাসনূন দোয়া #২
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ، اَللَّهُمَّ آتِ نَفْسِيْ تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا.
আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্নি ওয়াল বুখ্লি, ওয়াল হারামি ওয়া ‘আযা-বিল ক্কাব্র। আল্লা- হুম্মা, আ-তি নাফ্সি তাক্বওয়া-হা-, ওয়া ঝাক্কিহা- আনতা খাইরু মান ঝাক্কা-হা-, আনতা ওয়ালিইউহা- ওয়া মাওলা-হা-। আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিন্ ‘ইলমিন লা- ইয়ানফা’উ, ওয়ামিন ক্বলবিন্ লা- ইয়াখ্শা’উ ওয়ামিন নাফ্সিন লা-তাশ্বা’উ ওয়ামিন দা’অ্ওয়াতিন লা- উস্তাজা-বু লাহা-
হে আল্লাহ্, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি, অক্ষমতা থেকে, আলসেমি থেকে, কাপুরুষতা থেকে, কৃপণতা থেকে, অতি-বার্ধক্য থেকে এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ্, আমার নফসকে আপনি তাক্বওয়া প্রদান করুন এবং আপন তাযকিয়া-পবিত্রতা দান করুন, নফসকে পবিত্রতা তাযকিয়া প্রদানে আপনিই সর্বোত্তম, আপনিই আমার নফসের অভিভাবক ও বন্ধু। হে আল্লাহ্, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এমন জ্ঞান থেকে যে জ্ঞান উপকারে লাগে না, এমন হৃদয় (ক্বলব) থেকে যে হৃদয় ভীত হয় না, এমন নফ্স থেকে যে নফ্স পরিতৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যে দোয়া কবুল হয় না।