৮০৫. বরকতময় মাসনূন দোয়া #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 40

বরকতময় মাসনূন দোয়া #৪ আরবি

اَللَّهُمَّ ارْزُقْنِي حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِي حُبُّهُ عِنْدَكَ اَللَّهُمَّ مَا رَزَقْتَنِي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِي فِيمَا تُّحِبُّ، اَللَّهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّي مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ لِي فَرَاغًا فِيمَا تُحِبُّ

বরকতময় মাসনূন দোয়া #৪ উচ্চারণ

আল্লা-হুম্মার্‌ ঝুকনী ‘হুব্বাকা ওয়া ‘হুব্বা মান ইয়ান্‌ফা’উনী ‘হুব্বুহু ‘ইনদাকা, আল্লা-হুম্মা মা- রাঝাক্বতানী মিম্মা- উ’হিব্বু ফাজ্‌’আলহু ক্বুওয়াতান্ লী ফীমা- তু’হিব্বু। আল্লা-হুম্মা, ওয়ামা- ঝাওয়াইতা ‘আন্নী মিম্মা- উ’হিব্বু ফাজ্‌’আলহু লী ফারা-’গান ফীমা- তু’হিব্বু

বরকতময় মাসনূন দোয়া #৪ অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমাকে দান করুন আপনার ভালোবাসা এবং যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে আসবে তার ভালোবাসা। হে আল্লাহ্‌, আমার যে কাঙ্খিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ্‌, আর আমার যে কাঙ্খিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন।

রেফারেন্সহাসান (ইবনে হাজার)। তাখরিজুল মাসাবিহঃ ৩/৩১

সেটিংস

বর্তমান ভাষা