৮১৩. মহামারী ও রোগব্যাধি #৪

Daily DuasProtectionIslamic PrayerCategory 40

মহামারী ও রোগব্যাধি #৪ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَّاقِ وَالنِّفَقِ وَالسُّمْعَةِ والرِّيَاءِ وَأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّءِ الْأَسْقَامِ

মহামারী ও রোগব্যাধি #৪ উচ্চারণ

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্‌যি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল বুখ্‌লি ওয়াল হারামি ওয়াল ক্বাস্‌ওয়াতি ওয়াল গাফ্‌লাতি ওয়াল ‘আইলাতি ওয়ায্‌ যিল্লাতি ওয়াল মাস্‌কানাতি ওয়া আ‘উযু বিকা মিনাল ফাক্বরি ওয়াল কুফরি ওয়াল ফুসূক্কি ওয়াশ শিক্বা-ক্বি, ওয়ান্ নিফা-ক্বি, ওয়াস সুম্‌’আতি ওয়ার রিইয়া-য়ি, ওয়া আ‘উযু বিকা মিনাস স্বামামি ওয়াল বাকামি ওয়াল জুনূনি ওয়াল জুযা-মি ওয়াল বারাস্বি ওয়া সাইয়্যিয়িল আসক্বা-ম

মহামারী ও রোগব্যাধি #৪ অনুবাদ

হে আল্লাহ্‌ আমি আপনার আশ্রয় চাচ্ছি অক্ষমতা, আলস্য, কাপুরুষতা, কৃপণতা, বার্ধক্য-জরাগ্রস্ততা, রূঢ়তা-কঠোরতা, অসতর্কতা, হীনতা-নিঃস্বতা, লাঞ্ছনা ও অসহায়ত্ব থেকে। এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি দারিদ্র, অবিশ্বাস, পাপাচার, বিচ্ছিন্নতা-অবাধ্যতা, মুনাফিকী, সুনামের লোভ এবং প্রদর্শনেচ্ছা থেকে। এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি বধিরতা, বাকশক্তিহীনতা, পাগলামি-মানসিক অসুস্থতা, কুষ্ঠ, শ্বেতী এবং সকল খারাপ রোগব্যাধি থেকে।

রেফারেন্সসহীহ। সহীহুল জামিঃ ১২৮৫

সেটিংস

বর্তমান ভাষা