৮০৬. বরকতময় মাসনূন দোয়া #৫

اَللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا وَأَرْضِنَا وَارْضَ عَنَّا

আল্লা-হুম্মা, ঝিদ্‌না- ওয়ালা- তান্‌ক্বুস্ব্‌না- ওয়া আক্‌রিম্‌না- ওয়ালা- তুহিন্‌না- ওয়া আ'অ্‌ত্বিনা- ওয়ালা- তা’হ্‌রিম্‌না- ওয়া আ-ছির্‌না- ওয়ালা- তুঅ্‌ছির ‘আলাইনা- ওয়া আর্‌দ্বিনা ওয়ার্‌দ্বা ‘আন্না-

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনি আমদেরকে বাড়িয়ে দিন, কমাবেন না, আপনি আমাদেরকে সম্মানিত করুন, অপমানিত করবেন না, আমাদেরকে প্রদান করুন, বঞ্চিত করবেন না, আমাদেরকে অগ্রাধিকার প্রদান করুন, আমাদের উপর কাউকে অগ্রাধিকার দিবেন না, আপনি আমাদেরকে সন্তুষ্ট করুন এবং আমাদের উপর আপনি সন্তুষ্ট হোন।

রেফারেন্সসহিহ (আহমাদ শাকির)। মুসনাদ আহমাদ ১/১২৪

সেটিংস

বর্তমান ভাষা