৩৮০. মাসনূন ইসতিগফার #৪
রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, যে ব্যক্তি বলবে -
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِيْ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
আসতাগফিরুল্লা-হাল 'আযীমাল্ লাযী লা- ইলা-হা ইল্লা-হুআল ‘হাইউল ক্বাইউমু ওয়া আতূবু ইলাইহি
আমি মহান আল্লাহ্র ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আর আমি তাঁরই নিকট তাওবা করছি।
আল্লাহ্ তাকে মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়।” [১] রাসূলুল্লাহ্ (ﷺ) আরও বলেন, “রব একজন বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হয় রাতের শেষ প্রান্তে, সুতরাং যদি তুমি সে সময়ে আল্লাহ্র যিক্রকারীদের অন্তর্ভুক্ত হতে সক্ষম হও, তবে তা-ই হও।” [২] তিনি (ﷺ) আরও বলেন, “একজন বান্দা তার রবের সবচেয়ে কাছে তখনই থাকে, যখন সে সিজদায় যায়, সুতরাং তোমরা তখন বেশি বেশি করে দোয়া করো।” [৩] তিনি (ﷺ) আরও বলেন, “নিশ্চয় আমার অন্তরেও ঢাকনা এসে পড়ে, আর আমি দৈনিক আল্লাহ্র কাছে একশত বার ক্ষমা প্রার্থনা করি।” [৪]
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
সাইয়্যেদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া)
ইসমে আযমের অসীলায় ক্ষমা চাওয়া #৩
মাসনূন ইসতিগফার #৬
গোপনে ও প্রকাশ্যে সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
সকল প্রকারের গুনাহ্ থেকে মুক্তির দোয়া
জানা-অজানায় সংঘটিত পাপ থেকে ক্ষমা চাওয়া
মাসনূন ইসতিগফার #৩
ক্ষমা প্রার্থনা #২
গুনাহ ও ভুল-ত্রুটি মাফের দোয়া
মাসনূন ইসতিগফার #২
হাদীসে তাওবার কথা #২
মাসনূন ইসতিগফার #১