৩৭৫. রাগ দমনের প্রার্থনা #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 20

সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) বলেনঃ দু‘জন লোক নবী (ﷺ)-এর সম্মুখে পরস্পর গালাগালি করছিল। তাদের একজন এতই রাগান্বিত হয়েছিলো যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ "আমি অবশ্যই একটিই কালেমা জানি। সে ঐ কালেমাটি পড়লে তার রাগ চলে যেত"। তখন এক লোক তার কাছে গিয়ে নবী (ﷺ)-এর ঐ কথাটি তাকে জানালো আর বললো যে, "তুমি শয়তান থেকে আশ্রয় চাও"। তখন সে বললোঃ "আমার মধ্যে কি কোন রোগ দেখতে পাচ্ছ? আমি কি পাগল? চলে যাও তুমি।"

রেফারেন্সবুখারীঃ ৬০৪৮

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

সেটিংস

বর্তমান ভাষা