৩৭৫. রাগ দমনের প্রার্থনা #১

সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) বলেনঃ দু‘জন লোক নবী (ﷺ)-এর সম্মুখে পরস্পর গালাগালি করছিল। তাদের একজন এতই রাগান্বিত হয়েছিলো যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ "আমি অবশ্যই একটিই কালেমা জানি। সে ঐ কালেমাটি পড়লে তার রাগ চলে যেত"। তখন এক লোক তার কাছে গিয়ে নবী (ﷺ)-এর ঐ কথাটি তাকে জানালো আর বললো যে, "তুমি শয়তান থেকে আশ্রয় চাও"। তখন সে বললোঃ "আমার মধ্যে কি কোন রোগ দেখতে পাচ্ছ? আমি কি পাগল? চলে যাও তুমি।"

রেফারেন্সবুখারীঃ ৬০৪৮

সেটিংস

বর্তমান ভাষা