৩১৫. রোযাদারকে কেউ গালি দিলে

إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ

ইন্নী সা-ইমূন! ইন্নী সা-ইমূন!

অনুবাদ

আমি রোযাদার! আমি রোযাদার!

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, সিয়াম হলো ঢালস্বরূপ; সুতরাং তোমাদের কেউ সিয়াম পালন করলে, সে যেন যৌনাচার ও মূর্খসুলভ আচরণ না করে; কেউ তার সঙ্গে লড়াই করলে অথবা তাকে গালমন্দ করলে সে যেন বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সবুখারীঃ ১৮৯৪

সেটিংস

বর্তমান ভাষা