৩১৩. ইফতারের সময় পঠিত দোয়া #1
নবী করীম (ﷺ) যখন ইফতার করতেন তখন বলতেন -
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
যাহাবায্ যামা-উ ওয়াব্তাল্লাতিল্ ‘উরূক্বু, ওয়া ছাবাতাল্ আজ্রু ইনশা-আল্লা-হ্
অনুবাদ
পিপাসা দূর হ’ল, শিরা-উপশিরা সিক্ত হ’ল এবং নেকী নিশ্চিত হ’ল ইনশাআল্লাহ্’।
উল্লেখ্য যে, দেশে প্রচলিত ‘আল্লাহুম্মা লাকা স্বমতু ওয়া 'আলা রিযক্বিকা আফত্বরতু’ এ মর্মে হাদীসটি যঈফ। দূর্বল (আলবানী)। [২]
রেফারেন্স[১] হাসান। আবু দাউদঃ ২৩৫৭
[২] দূর্বল। আবু দাউদঃ ২৩৫৮