৩১৪. ইফতারের সময় পঠিত দোয়া #২
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِي
আল্লা-হুম্মা, ইন্নী আসআলূকা বিরা’হমাতিকাল্লাতী ওয়াসি'আত কুল্লা শাইয়িন আন তাগফিরালী
অনুবাদ
হে আল্লাহ্, আপনার সর্বব্যাপী রহমতের ওসীলা দিয়ে আমি আপনার কাছে চাইছি যে, আপনি আমাকে ক্ষমা করে দিন।
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) ইফতারের সময় এ দোয়া বলতেন।
রেফারেন্সহাসান (হাফেয ইবনে হাজার)। তাখরিজুল আযকার, শারহুল আযকারঃ ৪/৩৪২