৩১১. সিয়াম শুরুর যিক্‌র

Daily DuasProtectionIslamic PrayerCategory 16

সিয়ামের শুরুতে কোনো মাসনূন যিক্‌র নেই। তবে সিয়াম শুরুর পূর্ব-রাতেই সিয়ামের জন্য নিয়্যাত করা জরুরী। মনের মধ্যে জাগরুক উদ্দেশ্যকে নিয়্যাত বলে। সিয়ামের পূর্বে, রাতে শয়নের আগে বা সাহরির সময় মুমিনের মনের মধ্যে সিয়াম পালনের যে ইচ্ছা এটিই নিয়্যাত। “নাওয়াইতুআন” বলে বা অন্য কোনোভাবে মুখে নিয়্যাত করা খেলাফে সুন্নাত।

সেটিংস

বর্তমান ভাষা