৩১২. নতুন চাঁদ দেখার যিক্র
اَللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللَّهُ
আল্লা-হুম্মা, আহলিলহু ‘আলাইনা- বিলইউমনি ওয়াল ঈমান, ওয়াস সালা-মাতি ওয়াল ইসলা-ম রাব্বি ওয়া রাব্বুকাল্লা-হু
অনুবাদ
হে আল্লাহ্! আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ আল্লাহ্ তা'আলা আমারও প্রভু, তোমারও প্রভু।
রাসূলুল্লাহ্ (ﷺ) নতুন চাঁদ দেখলে এ দোয়া বলতেন। রমযান ও সকল মাসের নতুন চাঁদ দেখে এ দোয়া পাঠ করা মাসনূন।
রেফারেন্সসহীহ। তিরমিজিঃ ৩৪৫১