৩০. ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া
কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে প্রথমে সালাত শিক্ষা দিতেন। অতঃপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন -
اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي
ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী
ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া অনুবাদ
হে আল্লাহ্! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।
মুসলিমের অপর বর্ণনায় এসেছে, “এগুলো তোমার জন্য দুনিয়া ও আখেরাত সবকিছুর সমন্বয় ঘটাবে।”
রেফারেন্সমুসলিমঃ ২৬৯৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
চিরস্থায়ী নেক আমলএক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলাএমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারীজান্নাতের একটি খেজুর গাছ রোপনবণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াবকীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?জান্নাতে একটি ঘর নির্মাণসর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্রজান্নাতের এক রত্নভাণ্ডারআল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্যরবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনাসমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা