৩০. ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া

কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাকে প্রথমে সালাত শিক্ষা দিতেন। অতঃপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي

আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী

অনুবাদ

হে আল্লাহ্‌! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।

মুসলিমের অপর বর্ণনায় এসেছে, “এগুলো তোমার জন্য দুনিয়া ও আখেরাত সবকিছুর সমন্বয় ঘটাবে।”

রেফারেন্সমুসলিমঃ ২৬৯৭

সেটিংস

বর্তমান ভাষা