২৩. এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে -
এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী আরবি
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী উচ্চারণ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্হা-নাল্লা-হিল ‘আযীম
এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী অনুবাদ
আল্লাহ্র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।
রেফারেন্সবুখারীঃ ৬৪০৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
কীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্রইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়াজান্নাতের এক রত্নভাণ্ডারআল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্যজান্নাতে একটি ঘর নির্মাণসমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলাচিরস্থায়ী নেক আমলজান্নাতের একটি খেজুর গাছ রোপনরবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনাএক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলাবণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াব