২৬. জান্নাতে একটি ঘর নির্মাণ
Daily DuasProtectionIslamic PrayerCategory 2
সূরা ইখলাস ১০ বার -
জান্নাতে একটি ঘর নির্মাণ আরবি
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
জান্নাতে একটি ঘর নির্মাণ উচ্চারণ
বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লা-হুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
জান্নাতে একটি ঘর নির্মাণ অনুবাদ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্র নামে। (১) বল, তিনিই আল্লাহ্, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাসঃ ১-৪)
সহীহ হাদীসে মু'আয ইবনু আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: “যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ্ তাঁর জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন।”
রেফারেন্সসহীহ। সহীহ আল-জামিঃ ৬৪৭২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
জান্নাতের এক রত্নভাণ্ডারকীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারীজান্নাতের একটি খেজুর গাছ রোপনইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়াসর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্রআল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্যবণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াবচিরস্থায়ী নেক আমলরবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনাএক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলাসমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা