২২. সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা উচ্চারণ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা অনুবাদ
আমি আল্লাহ্র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে (উপরোক্ত বাক্য) তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
রেফারেন্সবুখারীঃ ৬৪০৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনাএক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলাইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়াজান্নাতের এক রত্নভাণ্ডারএমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারীসর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্রজান্নাতের একটি খেজুর গাছ রোপনচিরস্থায়ী নেক আমলকীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?জান্নাতে একটি ঘর নির্মাণবণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াবআল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্য