২২. সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী

অনুবাদ

আমি আল্লাহ্‌র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে (উপরোক্ত বাক্য) তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।

রেফারেন্সবুখারীঃ ৬৪০৫

সেটিংস

বর্তমান ভাষা