২৮. জান্নাতের এক রত্নভাণ্ডার

Daily DuasProtectionIslamic PrayerCategory 2

জান্নাতের এক রত্নভাণ্ডার আরবি

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

জান্নাতের এক রত্নভাণ্ডার উচ্চারণ

লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ

জান্নাতের এক রত্নভাণ্ডার অনুবাদ

আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহ্‌র রাসূল।” তিনি বললেন, তুমি বলো - (উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সবুখারীঃ ৬৩৮৪

সেটিংস

বর্তমান ভাষা