১৭৩. মসজিদে যাওয়ার সময় দোয়া #১

মুআযযিন আযান দিলে, নবী (ﷺ)-এ দোয়া পড়তে পড়তে সালাতের উদ্দেশে বেড়িয়ে পড়তেন -

اَللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِيْ نُوْرًا وَّفِي لِسَانِىْ نُوْرًا وَّاجْعَلْ فِي سَمْعِىْ نُوْرًا وَّاجْعَلْ فِي بَصَرِىْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ خَلْفِي نُوْرًا وَّمِنْ أَمَامِيْ نُوْرًا وَّاجْعَلْ مِنْ فَوْقِىْ نُوْرًا وَّمِنْ تَحْتِىْ نُوْرًا اَللَّهُمَّ أَعْطِنِىْ نُوْرًا

আল্লা-হুম্মাজ‘আল ফী ক্বালবী নূরান, ওয়া ফী লিসানী নূরান, ওয়াজ্‌-‘আল ফী সাম্‘য়ী নূরান, ওয়াজ্‌-‘আল ফী বাসারী নূরান, ওয়াজ্‌-‘আল মিন খলফী নূরান, ওয়া মিন আমামী নূরান, ওয়াজ্‌-‘আল মিন ফাওক্বি নূরান, ওয়া মিন তা'হ্‌তী নূরান, আল্লা-হুম্মা আ‘তিনী নূরান

অনুবাদ

হে আল্লাহ্‌! তুমি আমার অন্তরে, জিহ্বায়, কর্ণে ও চোখে নূর দান করো। আমার পিছনে ও সামনে নূর দান করো। নূর দান করো আমার উপরে ও নীচে। হে আল্লাহ্‌! তুমি আমাকে নূর দান করো।

রেফারেন্সবুখারীঃ ৬৩১৬

সেটিংস

বর্তমান ভাষা