১৭৮. মসজিদে প্রবেশের দোয়া #৪

কিছু হাদীস সমূহ একত্রিত করলে মসজিদে প্রবেশের দোয়া হবে নিম্নরূপ -

أَعُوْذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ، بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

আ‘উযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বি ওয়াজ্‌হিহিল কারীম, ওয়া সুলতা-নিহিল ক্বাদীম মিনাশ শাইত্বা-নির রাজীম। বিস্‌মিল্লা-হি ওয়াস্‌সালা-তু ওয়াস্‌সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মাফ্‌তা'হ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আমি মহান আল্লাহ্‌র নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি, যিনি সর্বময় রাজত্বের এবং মর্যাদাপূর্ণ চেহারার অধিকারী। আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি), সালাত ও সালাম আল্লাহ্‌র রাসূলের উপর, হে আল্লাহ্‌! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৪৬৫, ৪৬৬

সেটিংস

বর্তমান ভাষা