১৮৩. মসজিদ থেকে বের হওয়ার দোয়া #৫

মসজিদ থেকে কেউ বের হওয়ার সময় সে যেন নবী (ﷺ)-এর উপর দরূদ প্রেরণ করে এবং বলে -

اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ

আল্লা-হুম্মাগ্‌ফির্‌লী যুনূবী ওয়াফ্‌তা'হ্‌লী আব্ওয়া-বা ফাদ্‌লিক্‌

অনুবাদ

হে আমার প্রতিপালক! আমার পাপ সমূহ ক্ষমা করে দাও এবং তোমার অনুগ্রহের দরজাসমূহ আমার জন্য খুলে দাও।

রেফারেন্সসহীহ। ইবনু মাজাহঃ ৭৭১

সেটিংস

বর্তমান ভাষা