১৭২. ওষুর পরের যিক্‌র #৩

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

সুব‘হা-নাকা আল্লা-হুম্মা, ওয়া বি‘হামদিকা, আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা, আস্‌তাগ্বফিরুকা, ওয়া আতূবু ইলাইক

অনুবাদ

আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আল্লাহ্‌, এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তাওবা করছি।

আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, কেউ ওযূর পরে এ দোয়াটি বললে তা একটি পত্রে লিখে তা মোহরাঙ্কিত করে (আরশের নিচে) রাখা হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙ্গা হবে না।

রেফারেন্সনাসাঈ, 'আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ পৃঃ ১৭৩। সহিহ ইরওয়াউল গালীল ১/১৩৫ এবং ২/৯৪

সেটিংস

বর্তমান ভাষা