১৮০. মসজিদ থেকে বের হওয়ার দোয়া #২

বাম পা দিয়ে শুরু করবে এবং বলবে -

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اَللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

বিস্‌মিল্লা-হি ওয়াস্‌সালা-তু ওয়াস্‌সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিক, আল্লা-হুম্মা আ‘সিমনি মিনাশ শাইত্বানির রাজীম

অনুবাদ

আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর উপর শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ্‌! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। হে আল্লাহ্‌, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন।

রেফারেন্সসহিহ। ইবন মাজাহ্ঃ‌ ৭৭৩

সেটিংস

বর্তমান ভাষা