পরিচ্ছেদ: যেসব লক্ষণ দিয়ে জাদুকরকে চেনা যায়

৭৪

১. সে কারো নাম ও মায়ের নাম জানতে চাইবে।২. সে একটি প্রাণী অথবা পাখি যবেহ করতে বলবে, এ প্রাণীর বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকুক বা না থাকুক অথবা এ প্রাণীর রক্ত শরীরে মালিশ করা হোক বা না হোক।৩. সে রোগীকে একটি নির্দিষ্ট সময়কাল ধরে নির্দিষ্ট ধরনের খাবার। অথবা পানীয় পান করার নির্দেশ দেবে এবং এ সময়কালে তাকে জনবিচ্ছিন্ন হয়ে অন্ধকার কক্ষে বসবাস করতে বলবে।৪. সে রোগীকে কিছু কাগজ দেবে পোড়ানোর জন্য এবং তাকে এ কাগজ পোড়ানোর ধোয়ার গন্ধ শুকতে বলবে অথবা একে কোথাও ঝুলিয়ে অথবা পুতে রাখার পরামর্শ দেবে।৫. যারা নামের অক্ষর বা সংখ্যা লেখে অথবা আল্লাহর বাণী সম্বলিত কাগজ ছিড়ে ফেলেন তারা প্রত্যেকেই জাদুকর।৬. যারা দুর্বোধ্য সব শব্দ উচ্চারণ করে অথবা আরবী ব্যতীত অন্য কোনো ভাষায় মন্ত্র উচ্চারণ করে, তারা প্রত্যেকেই জাদুকর।

সেটিংস

বর্তমান ভাষা