পরিচ্ছেদ: আক্রান্ত ব্যক্তির ওপর জাদুটোনার প্রভাব

৭২

দু’ভাবে ভিকটিমের ওপর জাদুটোনার প্রভাব পড়ে; হয় জাদুটোনা রোগীর দেহের ভেতরে অভ্যন্তরীণ প্রভাব ফেলবে; অথবা বাহ্যিক প্রভাবও পড়তে পারে, যেমন: জাদুটোনা যদি বাহ্যিকভাবে অথবা দূর থেকে রোগীর ওপর প্রভাব ফেলে, তাহলে সেক্ষেত্রে এ জাদু রোগীর মাঝে দৃষ্টিবিভ্রম ও উদ্বিগ্নতা তৈরি করতে পারে। অর্থাৎ জাদুকর যেভাবে তার জাদু পরিচালনা করবে এর প্রভাবও সেভাবে হবে। জাদুটোনার কবলে পড়ে জীবন যাদের বিপর্যস্ত এ তথ্য তাদের জন্য এখানে উপস্থাপন করছি, যাতে করে তারা নিজেরাই এর চিকিৎসা করতে পারে অথবা যাতে এ তথ্য রোগীকে চিকিৎসা দেয়ার ক্ষেত্রে রক্বিরদের উপকারে আসে।

সেটিংস

বর্তমান ভাষা