পরিচ্ছেদ: জ্বিন ও মানুষের ভালোবাসার চিকিৎসা
৫৮
প্রথমে সূরা ফাতিহা, বাকারা, ইউসুফ, নূর, আস-সাফফাত, আল ইখলাস ফালাক ও নাস রেকর্ড করতে হবে। রোগী এ সূরাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কুরআন পাঠ করা হয়েছে এমন পানি পান করবেন এবং শরীরে যয়তুন তেল মালিশ করবেন, নিরাময় না হওয়া পর্যন্ত এভাবে করতে থাকবেন। অতঃপর সকাল-সন্ধ্যা সামনের ও পেছনের দিক কস্তুরি দিয়ে মালিশ করতে হবে।