পরিচ্ছেদ: বাড়ি থেকে কিভাবে জ্বিন বিতাড়িত করা যায়?

৫০

শাইখ ওয়াহিদ বালি বলেন: আপনি যদি নিশ্চিত হোন যে, বাড়িতে আসলেই জ্বিন রয়েছে এবং এটা কারো কোনো কৌশল নয়, তাহলে জ্বিন তাড়ানোর উপায় হবে এরকম:১. আপনি সঙ্গে দুইজন লোক নিয়ে ওই বাড়িতে যাবেন এবং বলবেন: “আমি তোমাকে ওই শর্তে আমার বাড়ি থেকে বের হওয়ার আহ্বান জানাচ্ছি, যেই শর্ত সোলায়মান তোমার কাছ থেকে নিয়েছিলেন। আমি আল্লাহর কসম করে তোমাকে বের হতে বলছি এবং কারো কোনো ক্ষতি না করার জন্য বলছি।” এ কথাগুলো আপনি তিনবার বলবেন।২. এর পর আপনি যদি ঘরের মধ্যে কোনো কিছু টের পান,তাহলে একটি পাত্রে করে পানি নিয়ে ওই দোয়া পাঠ করবেন, যা আল মুহারিবি আবুল নাযরকে লিখেছিলেন। দোয়া পাঠ করার পর ঘরের প্রতি কোণে পানি ছিটিয়ে দিন এবং প্রতি কোণে কিছু পানি রেখে দিন, তাহলেই তারা আল্লাহর আদেশে ঘর ছেড়ে পালাবে।৩. অতঃপর ওই ঘরে বসে কুরআন তেলাওয়াত শুরু করেন, বিশেষ করে সূরা আল বাকারা তেলাওয়াত করবেন এবং নফল সালাত আদায় করবেন, আর রাতে ওই ঘরেই কিয়াম করবেন।৪. আল্লাহর অবাধ্যতার সঙ্গে জড়িত এমন সবকিছু সরিয়ে ওই ঘরকে পবিত্র করুন। [ওয়াকাইয়াতুল ইনসান]

সেটিংস

বর্তমান ভাষা