৪৯৫. আখিরী দোয়া ও মাজলিসের কাফফারা

Daily DuasProtectionIslamic PrayerCategory 29

আখিরী দোয়া ও মাজলিসের কাফফারা আরবি

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيْكَ

আখিরী দোয়া ও মাজলিসের কাফফারা উচ্চারণ

সুব্‌‘হা-নাকা আল্লা-হুম্মা ওয়া বি‘হামদিকা, আশ্‌হাদু আল্লা-ইলা-হা ইল্লা- আন্‌তা, আস্‌তাগ্‌ফিরুকা ওয়া আতূবু ইলাইকা

আখিরী দোয়া ও মাজলিসের কাফফারা অনুবাদ

মহাপবিত্রতা আপনার, হে আল্লাহ্‌, এবং আপনারই প্রশংসা, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং তাওবা করছি।

আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাঃ), আবূ বারযা আসলামী (রাঃ), আবু হুরাইরা (রাঃ) প্রমুখ সাহাবী থেকে পৃথক সহীহ সনদে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) মাজলিসের শেষে মাজলিস থেকে উঠার আগে এ কথাগুলি বলতেন। তিনি বলেছেন, কোনো মাজলিস বা বৈঠক থেকে উঠার সময় যদি কেউ এ কথাগুলো বলে তবে তা মাজলিসের কাফফারা হবে, এর কারণে মহান আল্লাহ্‌ ঐ মাজলিসের অন্যায় কথাবার্তা ও পাপগুলো ক্ষমা করবেন।

রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ৩৪৩৩

সেটিংস

বর্তমান ভাষা