৪৫৮. কেউ সম্পদ দিয়ে সাহায্য করতে চাইলে, তার জন্য দোয়া

সাদ (রাঃ) তার পরিবার ও সম্পদের অর্ধেক দিয়ে দিতে চাইলে আবদুর রহমান (রাঃ) বলেন -

بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ

বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা

অনুবাদ

আল্লাহ্‌ আপনার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দিন!

এরপর তিনি বলেন, "আপনি আমাকে বাজার দেখিয়ে দিন।" তিনি (বাজারে গিয়ে ব্যাবসা করে) লাভ হিসেবে কিছু মাখন ও দধি নিয়ে আসেন। কিছুদিন পর নবী (ﷺ) তার গায়ে হলুদ সুগন্ধি দেখতে পান। নবী (ﷺ) জিজ্ঞাসা করেন, “আবদুর রহমান, এ সুগন্ধি কীসের?” তিনি বলেন, “হে আল্লাহ্‌র রাসূল, আমি এক আনসার মহিলাকে বিয়ে করেছি।” নবী (ﷺ) বলেন, “তাকে (দেনমোহর হিসেবে) কী দিয়েছ?” তিনি বলেন, “খেজুরের বিচির ওজন পরিমাণ স্বর্ণ।” অতঃপর নবী (ﷺ) বলেন, “ওয়ালিমার (বউভাত) আয়োজন করো, একটি ভেড়া দিয়ে হলেও।”

রেফারেন্সবুখারীঃ ৩৭৮০, ৫১৬৭

সেটিংস

বর্তমান ভাষা