৪১৯. ঋণ পরিশোধের সময় দোয়া

আবদুল্লাহ ইবনু আবী রবীআ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) আমার কাছ থেকে চল্লিশ হাজার (মুদ্রা) ঋণ নেন। তাঁর কাছে সম্পদ আসার পর, তিনি আমাকে তা ফেরত দিয়ে বলেন -

بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالْأَدَاءُ

বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা, ইন্নামা- জাঝা-উস সালাফিল-হামদু ওয়াল আদা-উ

অনুবাদ

আল্লাহ্‌ তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দিন! ঋণের প্রতিদান হলো প্রশংসা ও ফেরত প্রদান।

রেফারেন্সসহীহ। নাসায়ীঃ ৪৬৮৩

সেটিংস

বর্তমান ভাষা