৪১৫. ঋণমুক্তির দোয়া #৪

আল্লাহ্‌র রাসূল (ﷺ) সালাতের মধ্যে এ দোয়া পড়তেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْـيَا وَالْمَمَاتِ. اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন আযা-বিল ক্বাবর, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-ল, ওয়া আ‘উযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরাম

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে; তোমার কাছে আশ্রয় চাই (ভণ্ড) ত্রাণকর্তা দাজ্জালের পরীক্ষা থেকে; তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে; হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই গোনাহ ও ঋণ থেকে।

একজন তাঁকে (নবী [ﷺ]-কে) জিজ্ঞাসা করেন, “আপনি ঋণের ব্যাপারে (আল্লাহ্‌র কাছে) এত বেশি আশ্রয় চান কেন?” জবাবে নবী (ﷺ) বলেন, “মানুষ যখন ঋণে জড়িয়ে পড়ে, তখন কথা বললে মিথ্যা বলে আর ওয়াদা দিলে তা ভঙ্গ করে।”

রেফারেন্সবুখারীঃ ৮৩২

সেটিংস

বর্তমান ভাষা