৪১২. ঋণমুক্তির দোয়া #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 24
ঋণমুক্তির দোয়া #১ আরবি
اَللَّهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
ঋণমুক্তির দোয়া #১ উচ্চারণ
আল্লা-হুম্মাকফিনী বি'হালা-লিকা ‘আন 'হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
ঋণমুক্তির দোয়া #১ অনুবাদ
হে আল্লাহ্, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করুন আমাকে। আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন।
আলী (রাঃ)-এর কাছে এক ব্যক্তি ঋণমুক্তির জন্য সাহায্য চাইলে তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে কিছু বাক্য শিখিয়ে দিয়েছেন, আমি তোমাকে তা শিখিয়ে দিচ্ছি। তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ্ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণমুক্ত করবেন। তুমি বলবে... (উপরের দোয়া)
রেফারেন্সহাসান। তিরমিজিঃ ৩৫৬৩