৩৯৭. নবজাতকের অভিনন্দনের উত্তর

Daily DuasProtectionIslamic PrayerCategory 22

নবজাতকের অভিনন্দনের উত্তর আরবি

بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْرًا، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ

নবজাতকের অভিনন্দনের উত্তর উচ্চারণ

বা-রাকাল্লাহু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জাযা-কাল্লাহু খাইরান, ওয়া রাযাক্বা কাল্লাহু মিছলাহু, ওয়া আজঝালা ছাওয়া-বাকা

নবজাতকের অভিনন্দনের উত্তর অনুবাদ

আল্লাহ্‌ আপনাকে বরকত প্রদান করুন, আপনাকে বরকতময় করুন, আপনাকে উত্তম পুরস্কার প্রদান করুন, আপনাকে অনুরূপ উপহার প্রদান করুন, আপনার সাওয়াব বহুগুণে বাড়িয়ে দিন।

কোনো কোনো সাহাবী থেকে উপরোক্ত দোয়াটি বর্ণিত হয়েছে।

রেফারেন্সএটি ইমাম নাওয়াবী তার আল-আযকার গ্রন্থে পৃ. ৩৪৯ উল্লেখ করেছেন। আরও দেখুন, সহীহুল আযকার লিন নাওয়াবী, সলীম আল-হিলালী, ২/৭১৩। আর এর বিস্তারিত তাখরীজ দেখার জন্য গ্রন্থকারের ‘আয-যিক্‌র ওয়াদ দোয়া ওয়াল ‘ইলাজ বির রুকা’ গ্রন্থটি দেখুন, পৃ. ১/৪১৬

সেটিংস

বর্তমান ভাষা