৩৯৩. স্ত্রী বা স্বামীকে গ্রহণের দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 22

স্ত্রী বা স্বামীকে গ্রহণের দোয়া আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

স্ত্রী বা স্বামীকে গ্রহণের দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- জাবালতাহা- ‘আলাইহি, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহা- ওয়া মিন শাররি মা- জাবালতাহা- ‘আলাইহি

স্ত্রী বা স্বামীকে গ্রহণের দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে চাই, এ নারীর কল্যাণ এবং যা কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি আপনার আশ্রয় চাই এ নারীর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন।

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ২১৬০

সেটিংস

বর্তমান ভাষা