৩৯৪. বাসর রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে ছালাত আদায়ের পর দোয়া

রাসূল (ﷺ) বলেছেন, যখন মহিলা তার স্বামীর কাছে আসবে, তখন স্বামী ছালাত আদায়ের জন্য দাঁড়াবে এবং তার পেছনে তার স্ত্রীও দাঁড়াবে এবং উভয়ে দু’রাকা‘আত ছালাত আদায় করার পর বলবে -

اَللَّهُمَّ بَارِكْ لِي فِي أَهْلِي، وَبَارِكْ لِأَهْلِي فِيَّ اَللَّهُمَّ ارْزُقْهُمْ مِنِّي، وَارْزُقْنِي مِنْهُمْ، اَللَّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ فِي خَيْرٍ، وفَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ فِي خَيْرٍ

আল্লা-হুম্মা বা-রিকলী ফী আহ্‌লী ওয়া বা-রিক লিআহ্‌লী ফিইয়্যা, আল্লা-হুম্মার ঝুক্বহুম মিন্নী ওয়ার ঝুক্বনী মিনহুম। আল্লা-হুম্মাজ্‌মা‘ বাইনানা- মা- জামা‘তা ফী খইরিন, ওয়া ফাররিক্ব বাইনানা- ইযা ফাররক্বতা ফী খইর

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাদের স্বার্থে আমার পরিবারে বরকত দিন এবং আমার মাঝে পরিবারের স্বার্থে বরকত দিন। হে আল্লাহ্‌! তাদেরকে আমার পক্ষ থেকে রিযিক দান করুন এবং আমাকে তাদের পক্ষ থেকে রিযিক দান করুন। হে আল্লাহ্‌! যে কল্যাণ আপনি জমা করেছেন তা আপনি আমাদের মাঝে জমা করুন। আর যদি আপনি কল্যাণকে পৃথক করেন তাহলে আমাদের মাঝে পৃথক করুন।

রেফারেন্সসহীহ। আদাবুয যিফাফঃ ২৪

সেটিংস

বর্তমান ভাষা