৩৯২. নব দম্পতির জন্য দোয়া

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জামা'আ বাইনাকুমা- ফি’খাইর

অনুবাদ

আল্লাহ্‌ তোমাকে বরকত প্রদান করুন, তোমাকে বরকমতয় করুন এবং তোমাদেরকে কল্যাণের মধ্যে একত্রিত করুন।

আবু হুরাইরা (রাঃ) বলেন, “নব বিবাহিতকে অভিনন্দন জানাতে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এ কথা বলতেন।”

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ২১৩০

সেটিংস

বর্তমান ভাষা