৮৪১. ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে

Daily DuasProtectionIslamic PrayerCategory 42

ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে আরবি

إِنْ شَاءَ اللَّهُ

ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে উচ্চারণ

ইনশা- আল্লাহু

ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে অনুবাদ

যদি আল্লাহ চান।

আর কোন কিছুর ব্যাপারে তুমি মোটেই বলবে না যে, ‘নিশ্চয় আমি তা আগামী কাল করব’, তবে ‘আল্লাহ যদি চান’। আর যখন ভুলে যাও, তখন তুমি তোমার রবের যিকির কর এবং বল, আশা করি, আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হিদায়াত দেবেন।

রেফারেন্সসূরা আল-কাহাফঃ ২৩-২৪

সেটিংস

বর্তমান ভাষা