৫১৪. বাহন ক্রয় করার দোয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 31

নবী (ﷺ) বলেছেন, যখন কোন উট কিনবে তখন যেন সেটির কুঁজের উপরিভাগ ধরে এই দু’আ করে -

বাহন ক্রয় করার দোয়া আরবি

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

বাহন ক্রয় করার দোয়া উচ্চারণ

আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- জাবালতাহা- ‘আলাইহি, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহা- ওয়ামিন শাররি মা-জাবালতাহা- ‘আলাইহি

বাহন ক্রয় করার দোয়া অনুবাদ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে চাই, এর কল্যাণ এবং যা কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি আপনার আশ্রয় চাই এর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন।

রেফারেন্সহাসান। আবু দাউদঃ ২১৬০

সেটিংস

বর্তমান ভাষা