৫১০. মোরগ ডাকলে ও গাধা চিৎকার করলে

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্‌র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সে একজন ফেরেশতা দেখেছে। আর গাধার চিকার শুনলে, শয়তানের ব্যাপারে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কারণ, গাধা একটি শয়তান দেখেছে।”

রেফারেন্সবুখারীঃ ৩৩০৩

সেটিংস

বর্তমান ভাষা