৫১১. গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #১

Daily DuasProtectionIslamic PrayerCategory 31

রাসূল (ﷺ) বলেছেন, মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেলে, (ঘর থেকে) কম বের হও, কারণ আল্লাহ্‌ তা'আলা রাতের বেলা তার সৃষ্টিকুলের মধ্যে যাদের চান তাদের ছড়িয়ে দেন। আল্লাহ্‌র নাম স্মরণ করে দরজা বন্ধ কোরো, কারণ আল্লাহ্‌র নাম স্মরণ করে যে দরজা বন্ধ করা হয়, শয়তান তা খুলতে পারে না। তারপর হাঁড়িপাতিল ঢেকে রেখো, (খালি) পাতিল উলটিয়ে রেখো এবং পানির থলের মুখ বন্ধ করে রেখো।”

রেফারেন্সসিলসিলা সহিহাহঃ ১৫১৮, বুখারীঃ ৩৩০৪

সেটিংস

বর্তমান ভাষা